ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাদের আ.লীগে যোগদান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/18/photo-1450457651.jpg)
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি আবদুল ওয়াহিদ খান লাবলু, পৌরসভার কাউন্সিলর কাউসার ও এম এ হাসানসহ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরে আয়োজিত এক জনসভায় বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন। এ সময় মঞ্চ থেকে জানানো হয়, দুই সহস্রাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বিএনপির নেতারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর মাখন পৌরমুক্ত মঞ্চে ওই জনসভার আয়োজন করা হয়। সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি তাজ মো. ইয়াছিন, নায়ার কবির, হেলাল উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে বিএনপির সাবেক নেতা আবদুল ওয়াহিদ খান লাবলু, কাউসার ও এম এ হাসানের মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।
আর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন মামলায় কারাগারে থাকায় তাঁদের কারো বক্তব্য পাওয়া যায়নি।