স্তন ক্যান্সার সচেতনতা দিবসে গাজীপুরে সমাবেশ

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গাজীপুরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‘সব ক্যান্সারই টিউমার, সব টিউমার ক্যান্সার নয়’ এ স্লোগানকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এলাকায় এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন মো. আলী হায়দার খান, ডা. আবুল কালাম ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সভাপতি হাবিবুল্লা তালুকদার।
এ সময় স্তন ক্যান্সার সচেতনতামূলক বিভিন্ন প্রচারপত্র বিলি করা হয়।