জামালপুরে সেনা মোতায়েনের দাবি বিএনপির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/19/photo-1450514701.jpg)
জামালপুরে দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে জেলা বিএনপি। এসব কারণে জামালপুর পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন নেতারা।
আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মেয়র পদপ্রার্থী ওয়ারেছ আলী মামুন লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে আলী মামুন বলেন, ক্ষমতাসীর দলের প্রার্থীর সমর্থকরা বিএনপির প্রার্থীর কর্মীদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, নির্বাচনী ক্যাম্প স্থাপনে বাধা দেওয়ার পাশাপাশি ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
এ ছাড়া সরকার দলের ক্যাডার বাহিনী মোটরসাইকেল বহর নিয়ে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন মামুন। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মামলা ছাড়াই বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে।
সরকারের একজন প্রতিমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে ওয়ারেছ আলী মামুন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একজন প্রতিমন্ত্রী জামালপুরে অবস্থান করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আনোয়ারুল করিম শাহজাহান, আমজাদ হোসেন, শহিদুল হক খান দুলাল, শফিউর রহমান শফি, মাইনুদ্দিন বাবুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।