প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিবাদ যেন মাথাচাড়া না দেয়

প্রযুক্তিকে ব্যবহার করে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি সমন্বিত আঞ্চলিক অর্থনীতি প্রতিষ্ঠা করা দরকার বলেও মত দিয়েছেন তিনি।
urgentPhoto
আজ শনিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোর ওপর উন্নত বিশ্বের অনেক নিয়ম-নীতি প্রভাব ফেলে, যার ফলে উন্নত দেশের অনেক অভিঘাতের প্রতি তারা থাকে সংবেদনশীল। এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি বহুমুখী ও শক্তিশালী করার জন্য নিজেদের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করা একান্তভাবে প্রয়োজন। আমাদের লক্ষ্য একটি সমন্বিত আঞ্চলিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। আমরা সে লক্ষ্য অর্জনের সূচনা করেছি। বিগত সাত বছর এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, দ্বিপক্ষীয় ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রভূত অগ্রগতিও সাধিত হয়েছে।’
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নিজের দেশ নয়, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাও জরুরি বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সাম্প্রতিককালে আমরা যেটা অনুভব করছি, যেমন : জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নানা ধরনের ঘটনা মাথাচাড়া দিয়ে উঠছে। আমি আশা করি, যে প্রশিক্ষণ আপনারা পেয়েছেন, আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এই অর্জিত জ্ঞান আপনারা কাজে লাগাবেন। আর বিশেষ করে এগুলো প্রয়োগের মধ্যমে সমস্যা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনারা সক্ষম হবেন বলে আমি আশা করি।’
অনুষ্ঠানে সামরিক-বেসামরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ন্যাশনাল ডিফেন্স কোর্সে বেসামরিক প্রশিক্ষণার্থীর পরিমাণ আরো বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বিদেশি রাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার কর্মকর্তা এবং বাংলাদেশের বেসামরিক প্রশাসনের যুগ্ম সচিব পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তা এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স শেষ করেছেন। এ ছাড়া বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ৩৭ জন কর্মকর্তা এএফডব্লিউ কোর্স শেষ করেছেন। এসব কর্মকর্তার হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী।