বাস- পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/19/photo-1450518802.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন।আহত হয়েছেন একজন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু মিয়া (৩৩) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরুন মিয়ার ছেলে।ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতালেন মর্গে পাঠানো হয়েছে। আহত পিকআপভ্যানের সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে রামপুর এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানচালক সেন্টু মিয়ার মৃত্যু হয়। তাঁর সহকারী আহত হন। দুর্ঘটনার পর তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বাসটি পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।