জমির বিরোধে বাউফলে যুবক খুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফিরোজ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফিরোজ (২৫) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের হাসান হাওলাদারের ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার এনটিভিকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে ফিরোজের সাথে একই গ্রামের রিপনের কথাকাটাকাটি হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় পটুয়াখালীর লোহালিয়া থেকে ভাড়া করা খুনি খলিল গং রিপনের পক্ষ নিয়ে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে নওমলা গ্রাম থেকে স্থানীয় জনগণ খলিল ও রিপনকে ধরে পুলিশে দেয়। তাদের বাউফল থানায় নেওয়া হয়েছে।
সুরতহাল শেষে ফিরোজের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় লক্ষ্মীপাশা গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।