যুবলীগের সভায় মেয়রের পক্ষে স্লোগান, রিটার্নিং কর্মকর্তার বাধা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতাদের উপস্থিতিতে বর্ধিত সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে স্লোগান দেওয়ায় এবং মাইক ব্যবহার করায় সেখানে বাধা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। বাধা পেয়ে যুবলীগ নেতারা সভা সংক্ষিপ্ত করেন।
পরে রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচন চলাকালে কেউ এ ধরনের সভা করতে পারেন না। সেই সভা থেকে একজন মেয়র পদপ্রার্থীর পক্ষে স্লোগান ও প্রচার চালানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। যে কারণে এ কাজটি না করার জন্য আমি যুবলীগ নেতৃবৃন্দকে অনুরোধ করেছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যুবলীগ বর্ধিত সভার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. তাকজিল খলিফা। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক নাসরিন জাহান চৌধুরী। এ ছাড়া সেখানে যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে মাইকে স্লোগান দেওয়া হচ্ছিল।
বর্ধিত সভার খবর পেয়ে সেখানে হাজির হন রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন। তিনি গিয়ে সেখানে সভা বন্ধ রাখতে বলেন। এ সময় তাঁর সঙ্গে যুবলীগ নেতাদের বাদানুবাদ হয়।
পরে যুবলীগ নেতারা মাইক বন্ধ রেখে সভা শুরু করেন। তাতেও বাধা দেন রিটার্নিং কর্মকর্তা। একপর্যায়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. তাকজিল খলিফা সভাটি বন্ধ করার আহ্বান জানান। পরে নেতারা সভাটি সংক্ষিপ্ত করেন।