কটিয়াদীতে আ.লীগের প্রার্থীকে জরিমানা

আচরণবিধি ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মো. শওকত ওসমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কটিয়াদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার কারণে গতকাল সোমবার রাতে মেয়র পদপ্রার্থী মো. শওকত ওসমানকে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, পৌরসভা নির্বাচন আচরণবিধিমালার ১১-এর ২ উপধারা অনুযায়ী, ‘নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনো প্রকার শোডাউন করা যাইবে না।’
এ ছাড়া ৭-এর ‘ক’ ধারায় বলা আছে, ‘পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো জনসভা ও শোভাযাত্রা করিতে পারিবে না।’