যশোরে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ

যশোর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম কামরুজ্জামান চুন্নু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর কর্মীরা আজ মঙ্গলবার তাঁর বাড়ির পাশের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেখানে থাকা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করার পর সেটি তারা নিয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন এস এম কামরুজ্জামান চুন্নু।
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও যশোর পৌরসভার দুবারের মেয়র কামরুজ্জামান চুন্নু অভিযোগ করেন, যশোর শহরের বিভিন্ন স্থানে তাঁর পোস্টার ছিঁড়ে আগুন দেওয়া হচ্ছে। কর্মীদের মারধর করা হচ্ছে। প্রচার মাইক ভেঙে দেওয়া হচ্ছে। এমনকি যাঁরা তাঁর পক্ষে পোলিং এজেন্ট হতে পারেন, তাঁদেরও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
চুন্নু বলেন, তাঁকেসহ তাঁর স্ত্রী এমনকি ছেলের বউকেও মোবাইল ফোনে হত্যার হুমকি, অশ্লীল গালিগালাজ করা হচ্ছে। শহরের মানুষ আতঙ্কিত। তিনি বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রে যাতে কেউ না যায়, সে রকম মেসেজই দেওয়া হচ্ছে সরকারি দলের প্রার্থীর লোকজনের পক্ষ থেকে।
কামরুজ্জামান চুন্নু বলেন, যশোর পৌরসভায় মেয়র প্রার্থীরা নিজেরাই জীবনের হুমকির সম্মুখীন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন প্রার্থী একের পর এক সমস্ত বিধিবিধান লঙ্ঘন করে চলেছেন। জরুরি ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা না নিলে, এবারের ভোট অবাধ ও সুষ্ঠু হবে না।
অভিযোগের ব্যাপারে যশোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টুর বক্তব্য পাওয়া যায়নি।