বাগেরহাটে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা বহিষ্কার

পৌর নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাটে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা নিজ নিজ দল থেকে বহিষ্কৃত হয়েছেন। গতকাল সোমবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সোবহান ব্যাপারী এবং বিএনপি নেতা ও এই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জসিম সরদার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও দলের বিদ্রোহী পদপ্রার্থী মিনা হাসিবুল হাসান শিপনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আবদুস সোবহানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণেই মিনা হাসিবুলকে বহিষ্কার করা হয়।
অপরদিকে বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আবুল কাসেম (সেলিম ভুইয়া) দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী প্রার্থী হওয়ায় জসিম সরদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে পৌর বিএনপির আহ্বায়ক শেখ সাহেদ আলী রবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।