তারাব ও সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে মতবিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের দুটি পৌরসভায় আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সোনারগাঁ উপজেলার সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় আজ সকাল এবং দুপুরে আলাদাভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত বিনিময় সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।
মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা তাঁদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জনগণের সহযোগিতা চেয়ে বলেন, শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের দিন একমাত্র গোপন কক্ষ ছাড়া সব জায়গায় টেলিভিশন ক্যামেরা ও সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন।