জামালপুরে বিএনপির প্রার্থীর কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/24/photo-1450966448.jpg)
জামালপুরে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পৌরসভার কাচারীপাড়া ও জিয়া কলেজ এলাকায় এই হামলা চালানো হয়।
বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন, নৌকার পক্ষে মিছিল থেকে দুই দফা হামলা চালিয়ে তাঁর নির্বাচনী চেয়ার টেবিল ভাঙচুর করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকরা। প্রথমে তাঁরা কাচারীপাড়ায় তাঁর কার্যালয়ে হামলা চালান। পরে জিয়া কলেজ এলাকায় নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।
হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ বলেন, ‘বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আমাদের কোনো কর্মী হামলা করেনি। উল্টো বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা আমাদের কর্মীদের হামলা ও মারধর করেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট মামলাও হয়েছে। মামলার ঘটনাটি ধামাচাপা দিতে বিএনপি নিজেরাই নিজেদের কার্যালয়ে হামলা করে নাটক সাজাচ্ছে।’
যোগাযোগ করা হলে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেছেন, ‘ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’