গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুরে গতকাল বৃহম্পতিবার বাসচাপায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু দাউদ মিয়া জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় বৃহম্পতিবার দুপুরে কালিয়াকৈরগামী নিরাপদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে নেমে পাশের ঢালে আটকে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পথচারী এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসের চালক-সহযোগীরা পলাতক।