ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/25/photo-1450991772.jpg)
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা পুলিশের সহযোগিতায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুই শতাধিক দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।