হবিগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক

হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে গতকাল বৃহস্পতিবার রাত ৩টায় আটক করে গোয়েন্দা পুলিশ। ছবি : এনটিভি
হবিগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের সিনেমা হল এলাকার বাসা থেকে তাঁকে আটক করা হয়।
আজ শুক্রবার ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদীপ রায় জানান, নাশকতার পরিকল্পনা করছেন, এমন খবরের ভিত্তিতে সেলিমের বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।
এসআই আবদুল করিম ও এসআই ইকবাল বাহারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়।