হাইকোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় আহত ১০

দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : এনটিভি
ছুটির দিনে রাজধানীতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে দুটি বাসের সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন ১০ যাত্রী। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনে গাবতলী-সদরঘাট রুটে যাতায়াতকারী দুটি বাসের মধ্যে এই দুর্ঘটনা হয়।
আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাসের চালক ও সহকারী পলাতক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা রাস্তা পেয়ে একই রুটের দুটি বাসের মধ্যে বেপোরোয়া প্রতিযোগিতা চলে। এ সময় পেছন দিক থেকে একটি বাস সামনের টিকে ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। অপর বাসটি দ্রুত সটকে পড়ে।