মিরপুরে গ্রেনেড : তিন জেএমবি সদস্য ৬ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনজনকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেএমবির তিন সদস্য হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, সাভারে আল-আরাফাহ ব্যাংক শাখার পিয়ন মো. ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) ও বোমা তৈরির কারিগর মো. মহসিন আলী ওরফে রুবেল (২০)। এই গ্রুপের সমন্বয়কারী হলেন রাসেল।
এদিকে, ওই অভিযানের সময় পাশের ফ্ল্যাট থেকে আটক চারজনের ব্যাপারে যাচাই-বাছাই চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের ৯ নম্বর রোডের ছয়তলা একটি ভবনে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়। এ সময় ১৬টি গ্রেনেডসহ বিপুল বিস্ফোরণ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় আজ বিকেলেই শাহ আলী থানায় বিস্ফোরক আইনে মামলা করে পুলিশের গোয়েন্দা শাখা।
মামলায় উল্লিখিত পলাতক আসামিরা হলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও জেএমবির এ গ্রুপের পরিকল্পনাকারী শাকিল, ঢাকা ও আশপাশের এলাকার জেএমবির কমান্ডার মো. সোহেল রানা ওরফে রায়হান ওরফে ইমরান ওরফে হিরণ। এ ছাড়া পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে এ মামলায়।