মাদারীপুরে অটোরিকশার চাপায় শিশু নিহত

মাদারীপুর সদর উপজেলার মহিষের চর গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাহারা খাতুন (৪)। তার বাবার নাম দেলোয়ার হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা সাহারা খাতুনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সাহারা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি।