তুরাগ বাঁচাতে ‘৭১ কিলোমিটার’ জুড়ে মানববন্ধন

পানিদূষণ ও দখলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে ‘৭১ কিলোমিটার’ এলাকার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃত্বে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন থেকে তুরাগ নদকে দখল ও ভরাট থেকে মুক্ত করা, নদীতে বিশুদ্ধ পানি নিশ্চিতে পরিবেশবান্ধব শিল্পকারখানা নির্মাণসহ চার দফা দাবি জানানো হয়েছে।
তুরাগ নদের তীরে কালিয়াকৈর, কাদ্দা বাজার, টঙ্গী সেতু, ইজতেমা মাঠের কাছে কামারপাড়া সেতু, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজার, ঢাকার আমিনবাজার সেতু, বসিলা সেতুসহ ১৫টি পয়েন্টে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আনোয়ার সাদাত, সহসভাপতি মনির হোসেন, খন্দকার আমিনুল ইসলাম টুটুল, আহ্বায়ক মানোয়ার হোসেন রনি, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাসসহ অন্য পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তুরাগ নদের পাশে কাদ্দা বাজারে পবার সভাপতি আনোয়ার সাদাত বলেন, সরকারের উচিত যারা নদীদূষণ ও দখল করছে, তাদের তালিকাভুক্ত করা। এ সময় তিনি দায়ী শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগীদের মধ্যে বিতরণের দাবি করেন।