গাংনীতে প্রতীক নিয়ে মাঠে নেই লাঙলের প্রার্থী

মেহেরপুরের গাংনী পৌরসভায় বড় দুই দলের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যাপক প্রচার চালাচ্ছেন। কিন্তু মাঠে নেই জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত মেয়র পদপ্রার্থী এস এম মর্তুজা আলম বুল বুল।
মনোনয়নপত্র জমাদান ও প্রতীক বরাদ্দের দিন উপস্থিত থাকলেও এখন পর্যন্ত লাঙল প্রতীক নিয়ে কোনো প্রচারে দেখা যায়নি তাঁকে। তাঁর কোনো মাইকিং বা পোস্টারিং চোখে পড়েনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গাংনী উপজেলায় জাতীয় পার্টির (এরশাদ) অনেকেই নিজেদের সভাপতি ও সম্পাদক দাবি করেন। নিজেদের মধ্যে কোনো সমন্বয় না থাকায় কেউ দলের এ প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন না। আবার অনেকেই বলছেন, কেন্দ্র থেকে নির্বাচনী খরচ না পাওয়ায় তিনি প্রচারণা থেকে বিরত রয়েছেন।
এ ব্যাপারে এস এম মর্তুজা আলম বুল বুল জানান, তিনি ব্যাপকভাবে প্রচারণা চালাবেন না। এখানে বড় দুই দলের প্রার্থীদের ভোট বেশি। তাই বুঝেশুনেই এ ব্যবস্থা নিয়েছেন।