মুন্সীগঞ্জে প্রার্থীদের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের দুটি পৌরসভায় বিরোধী মেয়র পদপ্রার্থীদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর লোকজন হুমকি দিচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসনও সহযোগিতা করছে না।
এসব কথা তুলে ধরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আজ সোমবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থীরা।
অভিযোগকারী মেয়র পদপ্রার্থীরা হলেন মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মুনসুর আহাম্মেদ কালাম, মুন্সীগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ইরাদত মানু ও মিরকাদিম পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর লোকজন তাঁদের নির্বাচনী প্রচারে নানা ধরনের বাধা দিয়েছেন। তাঁদের সমর্থকদের ওপর হামলা করেছেন। বাড়ি বাড়ি গিয়ে তাঁদের এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছেন। তাঁরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।