জামালপুরে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী অভিযোগ করেছেন, সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামালপুরে অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এ অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা তাঁর নির্বাচনী কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এ অবস্থায় বিএনপি মনোনীত প্রার্থী ও কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ড চালাতে পারছেন না।
এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, ভোটাররা প্রত্যাখ্যান করবে জেনে বিএনপির প্রার্থী সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্টের পাঁয়তারা করছেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।