বরিশালে বধ্যভূমি সংরক্ষণ কমিটির সমাবেশ

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বদ্ধভূমি সংরক্ষণ, বধ্যভূমি সংলগ্ন পুকুর ভরাট বন্ধ, পরিত্যক্ত ত্রিশ গোডাউন এলাকায় সাইলো নির্মাণের দাবিতে সমাবেশ করেছে বধ্যভূমি রক্ষা কমিটি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বধ্যভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট এস এম ইকবাল, শান্তি দাসসহ কমিটির নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের নামে বধ্যভূমি পুকুর ভরাট করা যাবে না। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান বধ্যভূমি রক্ষায় সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।