অভিযোগ গঠনের আদেশ ১৮ মার্চ

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ রোববার অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদেশের জন্য এ দিন ধার্য করেন।
ঘটনার প্রায় ১১ মাস পর গোয়েন্দা পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেয়। ঘটনার পরই পুলিশ সাতজনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তথ্য-প্রমাণ সংগ্রহ করে এর ভিত্তিতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ।
গত বছরের ২৮ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীসহ আটজনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দাখিল করে। রাহমানিসহ সাতজন এখন কারাগারে আছেন।
অভিযোগপত্রে ফয়সাল বিন নাঈম দীপ, মাকসুদুল হাসান অনিক, এহসান রেজা রুম্মান, নাঈম শিকদার ইরাজ, নাফিজ ইমতিয়াজ ও সাদমান ইয়াছির মাহমুদের নাম রয়েছে। অভিযোগপত্রে নাম আসা আরেকজন রানা এখনো পলাতক। এরা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।