ফাঁসির আসামি ১১৩৯ জন

দেশের বিভিন্ন কারাগারে এক হাজার ১৩৯ জন ফাঁসির দণ্ড পাওয়া আসামি রয়েছে। এদের মধ্যে ২০ জন নারী। আজ রোববার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য দেন।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে এক হাজার ১৩৯ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে।
দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক হাজার ৩৫৭ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।
জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে পুলিশের ১৬৮ জন নারী সদস্য রয়েছেন। এর মধ্যে একজন পুলিশ সুপার, ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার, দুজন সিনিয়র এএসপি, চারজন এএসপি, দুজন মেডিকেল অফিসার, নয়জন ইন্সপেক্টর, ১৬ জন সাব-ইন্সপেক্টর, ৪১ জন এএসআই, ৮৫ জন কনস্টেবল, একজন বাবুর্চি এবং একজন পরিচ্ছন্নতাকর্মী।