বিত্তবানদের শিক্ষা খাতে সহযোগিতার আহ্বান ব্যারিস্টার রফিকের

বরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আজ শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি
দেশবরেণ্য আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে শিক্ষার বিশেষ দিকে নজর দিয়েছে। তাই শিক্ষার্থীদের মধ্যে প্রতিবছর বিনামূল্যে বই বিতরণ করছেন। শিক্ষার হার আরো বৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের শিক্ষা খাতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ২ নম্বর সার্কেল অফিস প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে বিনামূল্যে নাগরিকদের চিকিৎসাসেবা ও হোল্ডিং নম্বর প্লেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিক-উল হক এসব কথা বলেন।
এ সময় প্যানেল মেয়র মো. শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য দেন পৌর মেয়র মজিবুর রহমান, ডা. কামরুল হাসান, কাউন্সিলর বেলায়েত হোসেন প্রমুখ।