মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

মাগুরা টেক্সটাইল মিল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়। ছবি : এনটিভি
মাগুরায় সড়ক দুর্ঘটনায় রকিবুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন বলেন, সকাল ৮টার দিকে শহরের ভায়না মোড় থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি বাস ছেড়ে যায়। মাগুরা টেক্সটাইল মিল এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, রকিবুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামে।
আহতদের সবাইকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আবু হেনা মিলন।