‘আমার একটাই দায়িত্ব’

দেশের হতদরিদ্র মানুষের জীবন উন্নত করাই প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সমাজসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নিজের দায়িত্ব সম্বন্ধে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমার একটাই দায়িত্ব। আর সেটা হলো বাংলাদেশের মানুষ যারা হতদরিদ্র, যারা বিধবা, স্বামী পরিত্যক্তা, যারা প্রতিবন্ধী যারা সমাজের একেবারে নিম্ন স্তরে পড়ে আছে— তাদের জীবনমান উন্নত করা। এ দেশের প্রতিটি ছেলেমেয়ে লেখাপড়া শিখবে মানুষের মতো মানুষ হবে, উন্নত জীবন হবে সে ব্যবস্থা করা।’
‘বাংলাদেশ আমরা স্বাধীন করেছি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের উজ্জতের বিনিময়ে। এই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছায় এবং বাংলাদেশ দরিদ্র থাকবে না, উন্নত হবে সমৃদ্ধশালী হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল’, যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি স্তরের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে। মানুষের উন্নয়নে সরকারের নেওয়া সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
গাজীপুরের টঙ্গীতে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানা স্থাপনের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভিন্ন কারণে যাদের হাত-পা কাটা যায়, তাদের যেন বিনামূল্যে এসব কৃত্রিম অঙ্গ সরবরাহ করা যায় সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির ফলে বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্র্যের হার হ্রাস করেছি। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার আমরা ১৪ ভাগের মধ্যে নামিয়ে আনব। কাজেই এ দেশে কোনো মানুষ একেবারে গরিব থাকবে না। প্রত্যেকটা মানুষের জীবনমান যেন উন্নত হয় সে লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে।’