নারায়ণগঞ্জে ‘মাদকবিরোধী মাস’ উদ্বোধন

নারায়ণগঞ্জে মানববন্ধন করে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উদ্বোধন করলেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে নগরীর সিরাজউদ্দৌলা রোডের দুপাশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে সহযোগিতা করে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ।
‘মাদককে না বলুন’ স্লোগান সামনে রেখে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া বলেন, ‘আজকের শিশুরা যেন মাদক গ্রহণে উৎসাহিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নাগরিক সমাজ যদি সচেষ্ট থাকে, তাহলে মাদক সমাজে বিস্তার লাভ করতে পারবে না।’
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোকলেছুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফসহ অন্যরা।