গুদামে আগুন, ছয় লাখ টাকার পাট পুড়ে ছাই

যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি পাট ও ধানের গুদামে লাগা আগুনে পুড়ে গেছে ছয় লক্ষাধিক টাকার পাট।
উপজেলার বোধখানা গ্রামের এমদাদুল হকের পাট ও ধানের গুদামে গতকাল রোববার রাতে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয় ছয় লক্ষাধিক টাকার পাট। ক্ষতিগ্রস্ত এমদাদুল হক ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এমদাদুল হকের বসতবাড়িসংলগ্ন একটি রাইসমিলের একপাশে পাট ও ধান মজুদ রাখা হয়।
রাত সাড়ে ১০টার দিকে গুদামে আগুন দেখতে পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়। দুই ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ছয় লাখ টাকার পাট পুড়ে যায়।