চট্টগ্রামের দুটি স্থানে আ.লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি

চট্টগ্রামের কাজীর দেউড়িতে কাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশ করবে বিএনপি। একই সময়ে নগরীর শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগ পালন করবে ‘গণতন্ত্র রক্ষা’ দিবস। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) দুই দলকে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছে।
সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, শর্তসাপেক্ষে বিএনপিকে নগরীর নসিমন ভবনের দলীয় কার্যালয়ে ও আওয়ামী লীগকে শহীদ মিনার চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, কালকের সমাবেশের জন্য আজ সোমবার বিকেলে নগরীর মেহেদীবাগ এলাকায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় প্রস্তুতি সভা করেছে দলটি। সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসার আহ্বান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় নগর বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।