আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ভোলার তজুমদ্দিন উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আজ সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির জানান, আজ দুপুর ১২টার দিকে তজুমদ্দিনের দেওয়ানপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা মো. নুর আলম এবং মো. হাফেজ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল মান্নান (৭০) নামের একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো চারজন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।