চট্টগ্রামে বনফুল ও মধুবনকে ৩০ লাখ টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করার দায়ে চট্টগ্রামে বনফুল ও মধুবনকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান পরিচালনার সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে জনপ্রিয় মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান দুটিতে এ অভিযান চালানো হয়। এ সময় মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এনটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে বনফুল ও মধুবনকে মোট ৩০ লাখ টাকা জরিমান করা হয়েছে। এর মধ্যে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থিত বনফুল কারখানাকে নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার,পুরোনো নোংরা শিরা দিয়ে আবার শিরা তৈরি, পণ্যের গায়ে উৎপাদনের অগ্রিম মেয়াদ দেওয়া এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ১৫ লাখ টাকা জরিমান করা হয়েছে।
অন্যদিকেনগরীর পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুরে অবস্থিত মধুবন কারখানায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার, ৯০ লিটার মেয়াদোত্তীর্ণ বিভিন্ন রং, উৎপাদিত পণ্যে অগ্রিম মেয়াদ দেওয়া এবং কারখানার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে মধুবনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে এসব খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।