দল ভাঙার রাজনীতি আ. লীগ করে না : হানিফ

দল বা জোট ভাঙার রাজনীতি আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এ সময় তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে যে কোনো রাজনৈতিক দল মহাজোটে আসতে চাইলে বিষয়টি বিবেচনা করা হবে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বিএনপি নেতৃত্বাধীন ২০ দল ছাড়ার ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে হানিফের এই মন্তব্যের সময় তাঁর পাশে ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক।
হানিফ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ভাঙা-গড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো এটিকে সমর্থন করে না। রাজনৈতিক দল ভাঙা-গড়ার কর্মকাণ্ড কে শুরু করেছিল সেটা বাংলাদেশের সবাই জানে। তিনি এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনার প্রতি যারা আস্থাশীল, দেশের যারা শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়, তারা যদি জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ব্যক্ত করে এই জোটে আসতে চায় মুক্তিযুদ্ধের চেতনার এমন যে কোনো দল বা সংগঠনের জন্য দ্বার খোলা।’
গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলনে দলের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ২০ দল ছাড়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমাদের ২০ দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।’
এর কিছু পরেই বিকেলে ইসলামী ঐক্যজোটের আরেক নেতা জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রাকিব নিজেকে ঐক্যজোটের নতুন চেয়ারম্যান দাবি করে ২০ দলের জোটে থাকার ঘোষণা দেন।
মাওলানা আবদুর রাকিব বলেন, ‘ইসলামী ঐক্যজোট ২০-দলীয় জোটের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও আমরা থাকব। যাঁরা ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন, তাঁরা দলের গঠনতন্ত্র ভেঙেছেন এবং দলে তাঁরা নিজেদের অবস্থান হারিয়েছেন। আমরা তাঁদের জায়গায় অন্যদের দায়িত্ব দেব।’