গায়ে আগুন দেওয়া গৃহকর্মী শিশুটির মৃত্যু
রাজধানীর সিদ্ধেশ্বরীতে গায়ে আগুন ধরিয়ে দেওয়া গৃহকর্মী শিশু জবা (১০) মারা গেছে। আজ শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
urgentPhoto
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আয়েশা আন্না এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
জবা সিদ্ধেশ্বরীর একটি বাসায় কাজ করত। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার আটপাড়ায়। বাবার নাম জাহাঙ্গীর আলম।
আগুনে জবার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাসার গৃহকর্তাসহ কয়েকজন তাকে ঢামেকে নিয়ে আসে। এরপর তাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।
ওই শিশুটি গতকাল জানিয়েছিল, বাড়ির দুই নারী তাকে শারীরিক নির্যাতন করত। এ জন্য সে নিজের শরীরে আগুন দিয়েছে।
তবে হাসপাতালে ভর্তির পর গৃহকর্তা মেহেদী হাসান কল্লোল জানান, জবা নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে কেন সে আত্মহত্যার চেষ্টা করেছে তার সদুত্তর দিতে পারেননি তিনি।
এর জবাব জানতে কথা হয় জবার সঙ্গে। আগুন দেওয়ার কারণ জানতে চাইলে জবা বলেছিল, ‘ওরা মারে।’ কে মারে? জবাবে জবা বলে, ‘সিনথিয়া আর পলি।’
সিনথিয়া আর পলি মারে-এ জন্য আগুন দিয়েছ? জবাবে জবা ‘হ্যাঁ’ বল