১২ কিশোরীকে ফেরত দিল ভারত

দুই বছর কারাভোগের পর ১২ জন বাংলাদেশি কিশোরীকে ফেরত দিয়েছে ভারত। গতকাল শুক্রবার রাত ৮টায় তাদের আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছ থেকে গ্রহণ করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।
পরিবারের কাছে তাঁদের পৌঁছে দেওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে যশোরের মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ এই ১২ কিশোরী গ্রহণ করেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, গত আড়াই বছর আগে পাচারকারীরা তাদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। ভারতের মুম্বাই শহর থেকে সে দেশের পুলিশ তাদের উদ্ধার করে কারাগারে পাঠায়।
রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আড়াই বছর আগে ভারতীয় পুলিশ মুম্বাই শহরের বিভিন্ন এলাকায় পাচারকারীদের আস্তানা থেকে এই কিশোরীদের উদ্ধার করে আদালতে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখান থেকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে।
বিনয় কৃষ্ণ মল্লিক আরো জানান, উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রাইটস যশোর-এর সহযোগিতায় স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ফরে আসা মেয়েরা যদি বাংলাদেশি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায়, তাহলে রাইটস যশোর তাদের আইনি সহায়তা করবে বলেও জানান তিনি।