নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি নেত্রকোনার হান্নানের

নেত্রকোনা জেলার পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের মনারকান্দা গ্রামের কৃষক আব্দুল হান্নান (৭০) নিখোঁজ হয়েছেন দুই মাস আগে। এখনও তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হান্নান। তিনি বেঁচে আছেন কি না, কোথায় আছেন, জানেন না স্বজনরা। বাবার ছবি বুকে নিয়ে পথে পথে ঘুরছেন মেয়ে লিপি আক্তার ও স্ত্রী মিনা আক্তার।
গত রোববার (১১ মে) আব্দুল হান্নানের স্ত্রী মিনা আক্তার কাঁদতে কাঁদতে এনটিভি অনলাইনকে জানান, গত ৭ মার্চ রাত ৯টার দিকে চা খেতে বলে বাড়ি থেকে বের হন হান্নান। এরপর আর ফেরেননি। তার কোনো শত্রু ছিল না, খুব ভালো মানুষ ছিলেন। নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তবে এখনও তাকে খুঁজে পায়নি পুলিশ।
হান্নানের মেয়ে লিপি আক্তার জানান, তারা খুবই দরিদ্র পরিবার। তিনি মাত্র ৫ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। সংসারে অভাব থাকায় লেখাপড়া ছেড়ে বাবার কৃষিকাজে সহায়তা করতেন। বাবার নিখোঁজের পর সংসারে নেমে এসেছে অন্ধকার।
কেউ তার বাবার সন্ধান পেলে অনুগ্রহ করে ০১৭১৫৮৪৬৫৩২ অথবা ০১৯৪০৪৬৯৩১৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন লিপি আক্তার।
স্বামীর হারানো সংবাদ গণমাধ্যমে প্রচার হলে স্বামীর সন্ধান মিলবে এই আশা নিয়ে স্ত্রী মিনা আক্তার এনটিভি অনলাইনকে বলেন, আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ ছিলেন ও মানসিক ভারসাম্যহীনতায়ও ভুগছিলেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো চেক শার্ট ও ফিরোজা রঙের লুঙ্গি।
আব্দুল হান্নানের ভাই জানান, ভাই অসুস্থ ছিলেন। কোথায় আছেন জানি না। কেউ জানলে আমাদের জানাবেন, আমরা কৃতজ্ঞ থাকবো।
খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ সন্ধান পেলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম জানান, জিডির পর থেকে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। আমাদের পক্ষ থেকেও তাকে উদ্ধারের চেষ্টা চলছে।