দেশের মানুষের সাম্প্রদায়িক সহাবস্থান নষ্ট হবে না : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘ভারতসহ উন্নত দেশে সাম্প্রদায়িক হানাহানি চললেও বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান কোনো দিনই নষ্ট হবে না।’
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের মহা উন্নয়ন পরিকল্পনার ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘সীতাকুণ্ড মহাপীঠস্থানের পাঁচ হাজারের বেশি একর দেবোত্তর সম্পত্তি থাকলেও তিন হাজার একর জমি বেদখল হয়ে গেছে। মহেশখালীর আদিনাথ পাহাড় পর্যন্ত এ সম্পদ রয়েছে। এসব জমি ঠিকভাবে সংরক্ষণ করতে পারলে সীতাকুণ্ডে জাতীয় এ তীর্থ রাজপ্রসাদ করা সম্ভব হতো।’
প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, ‘বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সহাবস্থান সাংঘাতিকভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে।’
অনুষ্ঠানে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, স্থানীয় সংসদ সদস্য সাংসদ দিদারুল আলম, সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন। এর আগে প্রধান বিচারপতি চন্দ্রনাথ পাহাড়ের একটি অংশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ, কাঞ্চননাথ, আদিনাথ জাতীয় তীর্থকে একটি ধর্মীয় স্থানের পাশাপাশি জাতীয় পর্যটন এলাকায় পরিণত করতে দল-মত-জাতি নির্বিশেষে মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার আর্থিক সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি এস কে সিনহা।