রাজাকাররা এখনো বহাল তবিয়তে : সৈয়দ আশরাফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/10/photo-1452400808.jpg)
শ্রদ্ধা জানানো শেষে সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি : এনটিভি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘স্বাধীনতার এত বছর পরও এখনো রাজাকাররা বহাল তবিয়তে আছে। এবং তারা ষড়যন্ত্র করে যাচ্ছে।’
urgentPhoto
আজ রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, রাজাকাররা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মন্ত্রিপরিষদের সদস্যরা।