সড়কে প্রাণ গেল প্রাণের কর্মচারীর

নাটোরে বাসের চাপায় সাবিনা বেগম নামের প্রাণ অ্যাগ্রো লিমিটেডের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ কর্মচারী ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ডাকমারা এলাকায় রাজশাহী থেকে বরিশালগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সাবিনা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর প্রাণ কোম্পানির কর্মচারী ও স্থানীয় লোকজন মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ডাকমারায় মহাসড়কের পাশেই প্রাণের কারখানা রয়েছে। নিহত সাবিনা বেগম কর্মচারীদের জন্য নির্ধারিত প্রাণ কোম্পানির পোশাক পরেছিলেন। এটা দেখেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। মৃতদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।