বাংলাদেশ পুনর্গঠনের ইমাম একজনই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনের ইমাম একজনই। কিন্তু সেই ঈমাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেছনে সারিতে সারিতে অনেক মোকাব্বের আওয়াজ তুলেছেন। যারা জিয়ার মতো মোকাব্বেরদের ঈমাম বানানোর চক্রান্ত করছেন তাঁরা সেই মোকাব্বেরদের ভূমিকাকেও খাটো করেন এবং বাংলাদেশকে অস্বীকার করেন।’
বঙ্গবন্ধুর সঙ্গে কারো তুলনা করা মানে বাংলাদেশের ইতিহাসকে খাটো করে দেখা বলেও উল্লেখ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি।
আজ রোববার দুপুর ১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটরিয়ামে ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে ভাঙনের প্রসঙ্গ উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ২০-দলীয় জোটের ভাঙন দেখা দিয়েছে। এর জন্য সরকার নয়, খালেদা জিয়াই দায়ী। খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতির কারণে জোটের মিত্ররা হতাশ হয়ে পড়েছে।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল আলম মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।