সাত খুন মামলার চার্জ গঠন ২৭ জানুয়ারি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/12/photo-1452552136.jpg)
নারায়ণগঞ্জের সাত খুন মামলার চার্জ গঠন শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার নারায়ণগঞ্জ ১ নম্বর অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে এ মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তা, প্রধান আসামি নূর হোসেনসহ ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। নূর হোসেনসহ পাঁচ আসামির আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁদের পুনরায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তিনটি চাঁদাবাজি মামলায় নূর হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। সাত খুন মামলার আরেক আসামি র্যাবের সাবেক সিও তারেক সাঈদকে অসুস্থতার কারণে আজ আদালতে হাজির করা হয়নি। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুটিতে থাকায় ১ নম্বর অতিরিক্ত দায়রা ও জেলা জজ মিয়াজী শহিদুল ইসলামের আদালতে আসামিদের হাজির করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার পর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরো একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।
এ ব্যাপারে মামলা দায়েরের পর পুলিশ র্যাব-১১-এর সিও লে কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে গ্রেপ্তার করে। তাঁদের চাকরিচ্যুতও করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা, নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে ২৩ জন জেলে রয়েছেন। বর্তমানে ১২ জন পলাতক।
এঁদের বেশিরভাগ র্যাব সদস্য।
এ ছাড়া ২০১৫ সালের ১২ নভেম্বর ভারত থেকে পালিয়ে যাওয়া নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়। সাত খুনের মামলাসহ নূর হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।