খুনিদের গ্রেপ্তারের দাবি হেফাজতে ইসলামের

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এনটিভি অনলাইনকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে মাদ্রাসাছাত্রের খুনিদের গ্রেপ্তার করতে না পারলে দেশের আলেম সমাজ কঠোর কর্মসূচি দেবে।
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনির সঙ্গে শহরের বড় মাদ্রাসার এক ছাত্রের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। পরে এতে ছাত্রলীগ ও এলাকার কিছু লোক যোগ দেয়। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের ঘটনায় আহত এক মাদ্রাসাছাত্র হাফেজ মাসুদুর রহমান (২২) আজ মঙ্গলবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় আগামীকাল বুধবার সারা দেশে হরতালের ডাক দেওয়া হয়েছে।