কালকিনি পৌরসভায় আওয়ামী লীগের এনায়েত হোসেন জয়ী

কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী এনায়েত হোসেন হাওলাদার।
মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার জয়ী হয়েছেন।
আজ মঙ্গলবার কালকিনি পৌরসভার কাষ্ঠনগর ও জোনারনন্দী কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এ কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে আজ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এনায়েত হোসেন হাওলাদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ১২৮ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৭৯ ভোট।
রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, ভোটকেন্দ্র দুটিতে জাল ভোট দেওয়ার অভিযোগে ২৫ জনকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন ধরনের সাজা প্রদান করা হয়েছে।