ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গত সাত বছরে আমাদের নিরলস প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি।’ তিনি আরো বলেন, ‘গত অর্থবছরে আইটি (তথ্যপ্রযুক্তি) এবং আইটিএস খাত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ডলার আয় হয়েছে।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাঁচ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ২০০ ধরনের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এ খাতের উদ্যোক্তাদের মাসিক আয় ২০ হাজার থেকে এক লাখ টাকা। বাংলাদেশে এখন মোবাইল সিম গ্রাহকের সংখ্যা ১৩ কোটির বেশি। ইন্টারনেট গ্রাহক পাঁচ কোটি সাত লাখ সাত হাজারের বেশি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আশা করছি ২০১৬ সালেই মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে।’
শেখ হাসিনা বলেন, ‘গাজীপুর জেলার কালিয়াকৈর এবং যশোরে হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। বিভাগীয় শহরে সিলিকন সিটি স্থাপনের কার্যক্রম চলছে।’ তিনি আরো বলেন,‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়াইফাইয়ের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়েছে। ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল ‘তথ্য বাতায়ন’ চালু করেছি যা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ইন্টারনেট ব্যবহারে এখন ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। থ্রিজি সেবা চালু করা হয়েছে। এবছরই ফোর জি চালু করা হবে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘দেশের আট হাজার পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টারে রূপান্তরের কাজ এগিয়ে চলছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ার সহায়তায় এক লাখ এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প - রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে।’