‘অতিরিক্ত পাঠ্য বইয়ে শিশুর বিকাশ বাধাগ্রস্থ’

চট্টগ্রামে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি : এনটিভি
স্কুলে অতিরিক্ত পাঠ্য বইয়ের কারণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি স্কুলের শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি সংস্কৃতি, খেলাধূলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামে সপ্তাহব্যাপী বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসন এ বই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার রুহুল আমিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও কবি আবুল মোমেন বক্তব্য দেন। এর আগে নগরীর সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বেলুন উড়িয়ে আট দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর।