জামালপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা ও দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রশিদপুর ইউনিয়নের চকপাড়া গ্রামে একটি ধানক্ষেতে ২২/২৩ বছর বয়সী ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহব্বত কবির জানিয়েছেন, এলাকাবাসী অর্ধগলিত দগ্ধ লাশটি দেখে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা কেটে হত্যার পর ওই যুবকের লাশে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।
এ ব্যাপারে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।