দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবেন শ্রিংলা

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রিংলাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি অবতরণ করে। বিমান থেকে নেমে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হলেন। এর আগে হর্ষ বর্ধন থাইল্যান্ডে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘দুই দেশের নেতাদের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালী করাই হচ্ছে আমার লক্ষ্য।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ‘উভয় দেশের নেতারা এরই মধ্যে অনেক নিবিড় ও উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমাদের জন্য সিদ্ধান্তগুলোর একত্রীকরণ ও বাস্তবায়ন শুরু করা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এটিই হচ্ছে প্রথম কাজ।’
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, শ্রিংলা ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতের কূটনীতিক হিসেবে কর্মরত। তিনি নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় মিশনে কূটনীতিক হিসেবে কাজ করেছেন। তিনি নিউইয়র্কে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভিয়েতনামের হো চি মিন সিটি এবং দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।