নিজস্ব অর্থায়নে রাবিতে আইবিএ ভবন

সরকারি অনুদান এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতা ছাড়াই নির্মিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নতুন ভবন। প্রায় তিন একর জায়গার ওপর নির্মিত এ ভবন তৈরিতে এরই মধ্যে ব্যয় হয়েছে সাত কোটি ২১ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার নতুন ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আইবিএর পরিচালক অধ্যাপক ড. রফিকুল ইসলাম জানান, ২০১২ সালের ২৯ জুন তৎকালীন উপাচার্য ড. আবদুস সোবহান ছয়তলা আইবিএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই মধ্যে তিনতলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। এখানে রয়েছে কম্পিউটার ল্যাব, নামাজের জায়গা, ছাত্রীদের জন্য কমন রুম, সাতটি ক্লাস রুম, দুটি লেকচার গ্যালারি, শিক্ষকদের ১০টি রুম, পরিচালকসহ পাঁচটি অফিস কক্ষ, কনফারেন্স রুম ও পরীক্ষার হল। ভবিষ্যতে আইবিএ কমপ্লেক্সে ছাত্রছাত্রীদের জন্য পৃথক দুটি আবাসিক হল, একটি মসজিদ, একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব, একটি লাইব্রেরি, পরিচালকের বাসভবন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক কোয়ার্টার, খেলার মাঠ তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন আনুষ্ঠানিকভাবে আইবিএ ভবনের উদ্বোধন করবেন। এ সময় উপ-উপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ ড. সায়েন উদ্দিন উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক ড. মহসিন-উল ইসলাম ও অধ্যাপক ড. আখতার উদ্দীন, অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, অধ্যাপক আতিকুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০০ সালে যাত্রা শুরু করে আইবিএ। তবে ২০০২ সালে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের মধ্য দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। চলতি শিক্ষাবর্ষ থেকে বিবিএ প্রোগ্রাম চালু হয়েছে।