ওয়াজ করার সুযোগ চেয়েছেন আল্লামা শফী

জঙ্গিবাদের অপবাদ না দিয়ে ওয়াজ করার সুযোগ চেয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী। একই সঙ্গে তিনি জঙ্গিদের ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে আজ বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলাম আয়োজিত ইসলামী মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।
আল্লামা শাহ্ আহমদ শফী বলেন, ‘আমাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে।’ নামাজ পড়েন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আস্তিক উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। নাস্তিকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কেয়ামত পর্যন্ত চলবে।’